২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সোলেমান খন্দকার এর ১ম মৃত্যু বার্ষিকী পালিত।

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২২
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সোলেমান খন্দকার এর ১ম মৃত্যু বার্ষিকী পালিত।

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার ০৪ নং ওর্য়াড এর বাসিন্দা কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার এর পিতা বীর মুক্তিযোদ্বা সেকশন কমান্ডার মোঃ সোলাইমান খন্দকার গত বছর ০৯ই আগষ্ট ইন্তেকাল করেন, তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ গ্রহন করেন। এই জাতীয় বীরের স্বরনে তার পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বাদ মাগরিব মুনসুর পুর বাইতুর নুর জামে মসজিদে হাফেজ এতিম ছাত্রদের দিয়ে মরহুমের আত্নার শান্তি কামনায় কোরআন খতম করানো হয় এবং বাদ এশা মুনসুরপুর জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মুনসুরপুর বাই তুন নূর জামে মসজিদ এর খতিব হাফেজ কাজী ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়াও মরহুমের নিজ বাড়িতে বাদ মাগরিব মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনসুর পুর বাইতুর নুর জামে মসজিদের সভাপতি মোঃহামিদুল হক,কালীগঞ্জ উপজেলা তাবলীগ জামাতের আমির মোঃ সিরাজ শিকদার, ও সূরা সদস্যগণ এবং কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ সভাপতি মু শফিকুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত খন্দকার, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।