২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতার ৯২ তম জন্ম দিন পালন

অভিযোগ
প্রকাশিত আগস্ট ৮, ২০২২
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতার ৯২ তম জন্ম দিন পালন

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষে আলোচনার সভা, দোয়া,ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

 

আজ ৮ইং আগষ্ট সোমবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে

বঙ্গমাতার জন্ম দিন উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন আয়োজনের মাধ্য দিয়ে দিন টি উদযাপন করেন।

 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে,সাধারন সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরীর সঞ্চালনায় সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক

মেহের আফরোজ চুমকি এমপি ভাচুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডঃআশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সহ সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এডঃ মাকসুদ উল আলম,উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আল আমীন খান,ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন,উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য দেলোয়ার হোসেন ,নূরুল ইসলাম,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, পৌর যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাদল হোসেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আহমেদ,সাধারন সম্পাদক মাহফুজা পারভিন, ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা প্রমুখ।

 

 

আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে শ্রদ্ধার সাথে সরণ করে বলেন ৮ইং আগষ্ট ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গমাতা জন্মগ্রহণ করেন। ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল একজন সাবেক রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, বাঙ্গালীর মুক্তির সংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদায়ী। বাঙ্গালী জাতির সু-দীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর জীবনের সুখ-দুঃখের সাথী হয়েই শুধু নয়, মৃত্যুতেও সাথী হয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিজ পরিবারের সদস্যদের সাথে শাহাদাৎ বরণ করেন।

বক্তারা আরো শ্রদ্ধার সাথে সরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর শহীদ ময়েজউদ্দীনের সহধর্মিনী বিলকিস ময়েজউদ্দীন কে। ৮ আগষ্ট এইদিনে তিনি মৃত্যু বরন।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30