২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা—পরিমিত বর্ষণ

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২২
কবিতা—পরিমিত বর্ষণ

Sharing is caring!

পরিমিত বর্ষণ
শহিদুল ইসলাম লিটন
——————————-
বৃষ্টি তুমি বিধাতার পক্ষ থেকে মোদের জন্য রহমত স্বরপ
তোমার বর্ষণে প্রকৃতি ফিরে পায় তার চিরচেনা রুপ
তোমার পরশে মাটি ফিরে পায় নতুন এক প্রাণ
শক্ত মাটির জীবন স্নাত করে বৃষ্টি মাটিকে দেয় প্রাণ।

বৃষ্টি তোমার পরশে দুর হয় গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ
হৃদয়ে আসে অনাবিল শান্তি
নিদ্রায় কখন কেটে যায় অলস দুপুর
মনে আসে এক অনুপম প্রশান্তি
আকাশের বুক চিরে বৃষ্টি যখন নামে অজস্র ধারায়
খোদার কাছে তখন প্রাণপণে করি প্রার্থনা বারিবর্ষনে জীবন থেকে মোদের সুখ টুক যেন হারিয়ে না যায়।

সুখ দুঃখের মাঝে মোদের জীবন যাপন
সর্বদা থাকিও প্রভু হয়ে মোদের আপন
এই সময়ে প্রকৃতির রাজ্যে কেয়া কদম জুই ফুল ফুঁটে
শত অপরাধী হলেও তোমার দয়া যেন ভাগ্যে মোদের জুঁঠে।
দয়াময়ের প্রার্থনায় মত্ত থেকে জগতে সৃষ্টি করতে চাই সুন্দর আবহ
বৃষ্টির রহমতের ধারা যেন হৃদয়ে আনে অফুরন্ত প্রাণের প্রবাহ
বৃষ্টি সংযত হও তুমি করো পরিমিত বর্ষণ
তোমার বর্ষণ যেন হয় মোদের জন্য চিত্তের আকর্ষণ।