Sharing is caring!
বৈশাখ
শহিদুল ইসলাম লিটন
বৈশাখ! তুমি এসো আমাদের জীবনের শান্তির পরশ নিয়ে
কৃষকের মনভরে ফসলের মাঠ জুড়ে সবুজের বিপ্লব ঘটিয়ে,
বৈশাখ নবান্নের নতুন উৎসবে প্রকৃতির অপূর্ব সাজে
আশার প্রদীপ জ্বালিয়ে তুমি এসো আমাদের মাঝে।
অন্যায় আর অসত্যের প্রাচীর ভেঙ্গে সাম্যের গান গেয়ে
শান্তির পায়রা হয়ে তুমি এসো বারংবার আমাদের কাছে,
বৈশাখ, তুমি আমাদের জীবনের চিন্তা ও চেতনায়
তোমার বর্ণিল রূপ যেন মিশে থাকে জীবনের খাতায়।
বৈশাখ হাসি আর গানে গানে প্রকৃতির অপূর্ব সাঝে
তোমার পরশটুকু খোঁজে যেন পাই আমাদের মাঝে,
বৈশাখ, কবির কল্পনায় তুমি, প্রকৃতির অহংকার তুমি
ভালবাসার প্রতীক তুমি, প্রেরণার উৎস তুমি,
বৈশাখ! এক গুচ্ছ গোলাপ মোরা দেব তোমাকে উপহার
তোমার অন্তঃস্থল থেকে বিলিয়ে দিও মোদের জন্য প্রশান্তির ভান্ডার।
বৈশাখ! তুমি থেকো ফুলে ফলে আর সবুজের সমারোহে
মোদের জীবনের সাথে ভালবাসার অটুট বন্ধনে,
প্রকৃতি গড়বে মোদের সাথে মিতালী
হাসি আর গানে বইবে সুখের নদী।
শাঁ শাঁ শব্দে কর না নিষ্টুর আচরণ