২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাতেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কি.মি. যানজট

admin
প্রকাশিত জুলাই ৮, ২০২২
রাতেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কি.মি. যানজট

Sharing is caring!

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহনের চাপে রাতেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কি.মি. এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৮ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে বাসাইল উপজেলার গুল্লাহ পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কের সদর উপজেলার আশেকপুর, ঘারিন্দা, শিবপুর, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় ঘুরে এ চিত্র দেখা যায়।
যানজটের কারণে ঘরমুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা পড়েছেন বিপাকে। গন্তব্যে যেতে দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।

ট্রাক চালক রাজু আহমেদ বলেন, টাঙ্গাইলের করটিয়া থেকে এলেঙ্গা প্রায় ২৫ কিলোমিটার রাস্তা আসতে দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।

এ বিষয়ে সাপ্তাহিক অভিযোগ কে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যানজট নিরসনে মহাসড়কে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতের ঘুম হারাম করে পুলিশ সড়কে দায়িত্ব পালন করেছে।
বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতুর ওপরে সড়ক দুর্ঘটনার কারণে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরাতে সময় লাগে এ কারণে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এ কারণে মহাসড়কের যানজট রয়েছে। মানুষের বাড়ি ফেরা নিশ্চিত না করে আমরা ঘরে ফিরবো না। মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ রয়েছে। যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ দায়িত্ব পালন করছে।