২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ন‌ওগাঁ হাঁপানিয়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

admin
প্রকাশিত জুলাই ৭, ২০২২
ন‌ওগাঁ হাঁপানিয়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

Sharing is caring!

হাঁপানিয়া ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

ক্রাইম রিপোর্টার নওগাঁঃ

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সরকারের দেওয়া অসহায় দিনমজুর হতদরিদ্রদের মাঝে হাঁপানিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা।

বৃহস্পতিবার ( ০৭ ই জুলাই ) সকাল ১০টার দিকে হাঁপানিয়া ইউনিয়ন পরিষদে প্রত্যেককে ১০ কেজি করে ১৮১২ পরিবারের হতদরিদ্র দুস্হ বিধবা দিনমজুর অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর প্রকল্পঅফিসারের সহকারী,ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের মেম্বার,মহিলা মেম্বার এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা বলেন, নিজে দাঁড়িয়ে থেকে সকল দুস্থ ও অসহায় মানুষকে সুষ্ঠু ও স্বচ্ছতার সহিত চাল বিতরণ করেছি। এছাড়াও তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে হাঁপানিয়া ইউনিয়নের ১৮১২ পরিবার দুস্হ হতদরিদ্র নিম্ন-আয়ের পরিবারের মাঝে আমি এবং আমার সহকর্মীবৃন্দের নিরলস পরিশ্রমের মাধ্যমে সঠিকভাবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
এছাড়া ভিজিএফ’র চাল প্রাপ্তদের কয়েক জনের কাছ থেকে জানতে চাওয়া হলে তারা বলেন,তারা চাল পেয়ে অত্যন্ত খুশি।এলাকার সুশীল সমাজের কয়েকজনকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা বলেন,সুষ্ঠু ও নিরপেক্ষতার সহিত চেয়্যারম্যান মহোদয় দক্ষতার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের বেছে নিয়েছে।সেজন্য ইউনিয়ন বাসীর পক্ষ থেকে চেয়্যারম্যান মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি