Sharing is caring!
অভিসার
আলী আকবর বাবুল
চাঁদনী রাতের অভিসারে
ডাকলো বন্ধু প্রেম দিশারে
কোথায় লুকাবো আলো
যেখানে দুজনের ভালো।।
অভিপ্রায় তবুও যদি পায়
মনের হরষে মোম জ্বালায়
একি শুরু হলো হ্নদয় হরণ
একই বন্ধনে হোক মরণ।।
চন্দ্রীয় সাক্ষীতে দু,আত্মা
দু,টি তারা মিলে এক সত্ত্বা
চাদঁনীর নতুন অভিপ্রকাশ
সৃষ্টির হলো নতুন ইতিহাস।।