২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে আইনশৃঙ্খলা কমিটির সভায় নৌ-পথে চাঁদাবাজীর প্রসঙ্গ

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯
ছাতকে আইনশৃঙ্খলা কমিটির সভায় নৌ-পথে চাঁদাবাজীর প্রসঙ্গ

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধিঃ-
ছাতকে আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, ইউআরসি ইন্সটাক্ট্রর মোস্তফা আহসান হাবীব, র্যা ব ডিএডি নাসিম রেজা, ডিএডি সোহেল মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ক্রীড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, মনিপুরী সমাজ কল্যান পরিষদের সভাপতি নিশি কান্ত সিং প্রমুখ। সভায় ছাতকের সুরমা, পিয়াইন ও চেলা নৌ-পথে চাঁদাবাজী, ছাতক শহরে সবক’টি খেয়াঘাটে অতিরিক্ত যাত্রী ভাড়া আদায়, ছাতকে রাব্বি হত্যার পনের দিন অতিবাহিত হলেও এখনো কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ , মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, চুরি-ছিনতাই ইত্যাদি সম্পর্কে ব্যাপক আলোচনা হয়। জনসাধারণ যাতে নির্বিঘেœ পবিত্র ঈদ পালন, হাটে নিরাপদে পশু ক্রয়-বিক্রয় করতে পারে সে ব্যাপারে পুলিশ, র্যা ব ও বিজিবি’র কড়া নজরদারির বিষয়েও আলোচনা হয়েছে।