Sharing is caring!
কবিতা – প্রকৃতির লাবণ্য
কলমে – তাপস কুমার বর
তারিখ – ০৩.৬.২২
______________________
আমি সুগন্ধি বাতাসে হারিয়ে গেছি
তোমার শিকল বাঁধা ঘরে।
আমাকে মুক্ত বাতাস প্রাণ দিয়েছে
মহুয়া ফুলের বনে।
ফিঙ্গে টিয়া গান ধরেছে
জীবন সাম্রাজ্যে।
মিষ্টি ঘাসের আলতো স্পর্শে
প্রেম দিয়েছো মনে।
কবির কলমে তোমায় ধরেছি
বিভূতির সমাবর্তনে।
ফুল পরীরা গান ধরেছে
বন সাম্রাজ্যে।
হারিয়ে গেছি প্রকৃতির রঙে
বিশ্বরূপ দর্শনে।
একদিন আমি বাউল হবো
তোমার মোহিত লাবণ্যে।
একদিন আমার দেব দাসত্বে
তোমায় রাখবো প্রেমসাগরে!
তাপস কুমার বর
গঙ্গাসাগর