Sharing is caring!
আল আমিন আকবার শাহ চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে এবার কোরবানির পশু চাহিদা রয়েছে সাত লাখ ২০ হাজার ৯৫৭টি। তবে সে তুলনায় জেলায় পশুর যোগান রয়েছে ছয় লাখ ১০ হাজার ২১৯টি। চাহিদার তুলনায় প্রায় এক লাখ ১০ হাজার পশুর ঘাটতি রয়েছে।
চট্টগ্রাম জেলা প্রাণি সম্পদ অফিস সূত্র জানিয়েছে, এবার চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা সাত লাখ ২০ হাজার ৯৫৭টি। এর মধ্যে নগরী ও জেলার ১৪টি উপজেলায় মোট সাত হাজার ৫০টি খামারে ছয় লাখ ১০ হাজার ২১৯টি পশু মজুদ আছে।
প্রাণি সম্পদ অফিসের হিসাব মতে, এই বছরের মে মাস পর্যন্ত নগরীর ২৩৪টি খামার ও উপজেলার তিন হাজার ৭৯৪টি খামারে দুই লাখ ৪৫ হাজার ৬৭১টি ষাঁড়, ৯১ হাজার ২১১টি বলদ, ১৫ হাজার ৯৮৮টি গাভী, ৩৯ হাজার ৬০৭টি মহিষ, ৯২ হাজার ২০৯টি ছাগল ও ৩০ হাজার ৮৮৭টি ভেড়াসহ মোট পাঁচ লাখ ১৫ হাজার ৫৭১টি কোরবানির পশু রয়েছে। এছাড়া ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত আরও তিন হাজার ২২টি নতুন খামার গড়ে উঠেছে। এতে ৯৪ হাজার ৬৮৮টি পশু রয়েছে। সব মিলিয়ে বর্তমানে চট্টগ্রামে ছয় লাখ ১০ হাজার ২১৯টি কোরবানির পশু সংগ্রহে আছে।
জানা গেছে, গতবার চট্টগ্রামে ছয় লাখ ৫৫ হাজার ৪১৫টি কোরবানির পশু জবাই করা হয়েছিল। এর মধ্যে চার লাখ ৫১ হাজার ৪২৩টি গরু, তিন হাজার ৩০৯টি মহিষ, দুই লাখ ৬৮০টি ছাগল ছিল।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গতবারের তুলনায় এবার চট্টগ্রামে খামারি বেড়েছে। তাই এবার কুষ্টিয়া, রাজশাহী থেকে গরু না আসলেও তেমন একটা সমস্যা হবে না।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেয়াজুল হক জানান, এবার চট্টগ্রামে কোরবানির পশু চাহিদার তুলনায় এক লাখ ১০ হাজার কম রয়েছে। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। দেশের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পশু রয়েছে। এসব পশুর একটি বড় অংশ চট্টগ্রামের বাজারে চলে আসবে।