১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রজব, ১৪৪৬ হিজরি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৮৯ জনকে আটক করেছে।

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২১
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৮৯ জনকে আটক করেছে।

Sharing is caring!

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৮৯ জনকে আটক করেছে। 
স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা:ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৮৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।

তিনি আরও জানান, আটকদের কাছ থেকে ৩৭১ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৫ হাজার ৫০৬ পিস ইয়াবা, ২৩ কেজি ৫৮৮ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।