১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

ঢাকায় সাংবাদিক নজরুলকে হুমকি, থানায় জিডি

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ৮, ২০২১
ঢাকায় সাংবাদিক নজরুলকে হুমকি, থানায় জিডি

ঢাকায় সাংবাদিক নজরুলকে হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক :-রাজধানীর কদমতলীর নির্মাণ গ্রুপের এমডি এমএমএ কাদের মোল্লার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মুঠোফোনে হুমকির ঘটনায় জিডি করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানায় কাদের মোল্লার বিরুদ্ধে সাধারণ ডায়েরী (জিডি নং ২৪৫) করেছেন সাংবাদিক নজরুল ইসলাম দয়া। তিনি বনানী থেকে প্রকাশিত দৈনিক পুনরুত্থান পত্রিকার প্রধান প্রতিবেদক এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

জানা গেছে, কদমতলী থানার মুরাদনগরের নিউ জনতা আয়রন মার্কেটের ৪৪১/১ এ লোহা ব্যবসায়ী এমএমএ কাদের মোল্লা সেগুনবাগিচা নকশী টাওয়ারে এবং ভাটারার ১০০ ফিট এলাকায় বসবাস করেন। তিনি মৃত নাদের মোল্লার ছেলে।

জিডি সুত্রে ও হুমকির শিকার সাংবাদিক জানান, কাদের মোল্লার বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগে একটি অভিযোগ এবং কদমতলী থানার জিডি সুত্রে রোববার (৩ অক্টোবর) দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ওইদিন রাত পৌনে ৯ টার দিকে কাদের মোল্লা তাঁর ব্যক্তিগত মোবাইল থেকে সাংবাদিক নজরুল ইসলাম দয়াকে কল করে মামলা দায়ের সহ দেখে নেওয়ার হুমকি দেন।
জিডিতে উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশ করায় কাদের মোল্লা ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিককে বলেন, সংবাদ প্রসঙ্গে সেদিন আমার বক্তব্য নিয়েছেন ঠিক আছে। কিন্তু কেন সংবাদ প্রকাশ করা হলো? মামলা করব। সংবাদ লিখেছেন, এবার আপনি আর আপনার প্রকাশক মজা বুঝবেন। আমাকে ঠিকমতো চিনেন? ঢাকার বড় বড় পুলিশ অফিসার আমার খুব কাছের। এই দেশের একশ’ এমপিকে জিগ্যান আমি কে! আমি নির্মাণ গ্রুপের এমডি। টাকা ওয়ালাদের জিগ্যান আমি কে। আমার বিরুদ্ধে লিখলেন! আপনি কতবড় সাংবাদিক। রিপোর্টার্স ইউনিটি আমার বাসার পাশে। জাতীয় প্রেসক্লাবে আসেন। আপনি কি আমাকে দাঁত দেখান? এক সপ্তাহের মধ্যে সব সাংবাদিক প্রেস কনফারেন্স করবে।

সাংবাদিক নজরুল ইসলাম দয়া বলেন, তিনি (কাদের মোল্লা) আমাকে ফোন করে পুলিশের সিনিয়র কর্মকর্তাদের নাম উল্লেখ করে ধমক দেন। এক সচিবও নাকি তাঁর ছোটভাই। আমি নিরাপত্তার জন্য জিডি করেছি।

Please Share This Post in Your Social Media
March 2024
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031