১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ঠেলাগাড়ির চাপায় প্রাণ গেল শিশুর

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২১
ঠেলাগাড়ির চাপায় প্রাণ গেল শিশুর

Sharing is caring!

ঠেলাগাড়ির চাপায় প্রাণ গেল শিশুর

নাসরিন আক্তার রুপা ঢাকাঃ রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে সাইফুল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ইসলামবাগ আলীরঘাট বাসার সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৩টায় মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল মাদারীপুর কালকিনি উপজেলার শিপন মৃধার ছেলে। প্লাস্টিক কারখানার মালিক শিপন মিয়া ইসলামবাগ আলীরঘাট ৩৮/৩৩- জি নম্বর বাসার ৩য় তলায় পরিবার নিয়ে থাকেন।

সাইফুলের মা লিপী বেগম জানান, ব্যবসার কাজে সাইফুলের বাবা গ্রামে গেছেন। সন্তানদের নিয়ে দুপুরে বাসাতেই ছিলেন তিনি। শুক্রবার এলাকাতে একটি খাৎনার অনুষ্ঠানের দাওয়াত ছিল তাদের সবার। দুপুরে মা লিপী বেগম গোসলখানায় যখন গোসল করছিলেন তখন ছোট মেয়ে দিয়া মনি (৯) সাইফুলকে নিয়ে অনুষ্ঠানে যেতে বের হয়। তিনি গোসল শেষে বের হয়ে তাদের বাসায় দেখতে না পেয়ে দৌড়ে রাস্তায় যান। রাস্তায় গিয়ে দেখেন আহত অবস্থায় পথচারীরা শিশুটিকে কোলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

শিপন মৃধার কারখানার কর্মচারী সিহাব হোসেন জানান, বাসার সামনের রাস্তাতে একটি বালু বোঝাই ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে শিশুটি। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।