Sharing is caring!
ঢামেকে ৮০ পুরিয়া হেরোইনসহ যুবক আটক
নাসরিন আক্তার রুপা ঢাকাঃ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৮০ পুরিয়া হেরোইনসহ মহিন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ পানির পাম্প সংলগ্ন বেইলি ব্রিজ থেকে তাকে আটক করা হয়। শাহবাগ থানার তত্ত্বাবধানে বাবুপুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢামেকের জরুরি বিভাগের পাশে পানির পাম্প সংলগ্ন বেইলি ব্রিজে থেকে ৮০ পুরিয়া হেরোইনসহ মহিন নামের ওই যুবককে আটক করা হয়। ধারণা করা হচ্ছে সে হেরোইনের পুরিয়াগুলো বিক্রি করার জন্য সেখানে এসেছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢামেকে থেকে ৮০ পুরিয়া হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।