২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের খাদেম নিহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের খাদেম নিহত

Sharing is caring!

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের খাদেম নিহত

নাসরিন আক্তার রুপা ঢাকাঃ রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মসজিদ মাঠে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে আতিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মসজিদটির খাদেম হিসেবে দায়িত্বরত ছিলেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুল ইসলাম কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃত মন্ডল ভূঁইয়ার ছেলে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আ. জলিল মিয়া নামে এক ব্যক্তি জানান, আতিকুল বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মসজিদ মাঠের ঘাস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে তাকে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রায় ৫-৭ বছর ধরে আতিকুল ওই মসজিদের খাদেম হিসেবে ছিলেন। তার পরিবারের সবাই গ্রামের বাড়িতে থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তর জন্য মর্গে রাখা