স্টাফ রিপোর্টার গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মধ্য পানজোড়া এলাকা থেকে ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। এসময় চারজন গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলো- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মধ্য পানজোড়া এলাকার মৃত. মোকছেদ আলীর ছেলে কামাল পাঠান মানজু (৩৮), মৃত আতাবর সিকদারের ছেলে সজিব সিকদার (৩২), উপজেলার বাগদী এলাকার আব্দুল মান্নানের ছেলে মাসুম মিয়া (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত. ছফুর উদ্দিন শেখের ছেলে ইয়াজ উদ্দিন শেখ (৪২)।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার মধ্য পানজোড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই ৪ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।