২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রণয়ের শেষ প্রতীক্ষায়,——–শেখ তিতুমীর আকাশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২১
প্রণয়ের শেষ প্রতীক্ষায়,——–শেখ তিতুমীর আকাশ

Sharing is caring!

প্রণয়ের শেষ প্রতীক্ষায়,
——–শেখ তিতুমীর আকাশ

যেদিন আমি থাকব না সেদিন
তুমি খুঁজবে আমার কবিতাখানা
সেদিন খুঁজবে ঐ তারাদের মাঝে
খুঁজবে আকাশের ঐ নীলের মাঝে।।

আমার শিহরণের প্রতিটি স্পন্দনে
শুধু তুমিই ছিলে জড়িয়ে,
সেদিন অভিমানের বেড়া ডিঙিয়ে
অনুভব করবে আমাকে।।

আমি ছিলাম না মিথ্যুক,
করিনি প্রতারণা তোমার সাথে-
পথ হাতড়ে হয়তো খুঁজে বেড়াবে
সেদিন তুমি আমাকে?

পাবেনা খুঁজে সেদিন কারণ,
আমি থাকবোনা এ ধরায় –
স্বার্থক হবে তখন আমার
এপাড়ের সকল প্রতীক্ষায়।।

ওপাড়ে থেকেও আমি করবো
শুধু তোমাকে স্মরণ,
তোমাকেই পেতে চাই আমি
জন্ম থেকে জন্মান্তরে।।

হয়তো এই জনমে তোমাকে
পাওয়া হলোনা এ ভূবনে,
পরজনমে যেন পাই আমি
তোমার দেখা গহিনে।।

সে আশাতেই আছি এখনো
প্রণয়ের শেষ প্রতীক্ষায়।।