২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে ৩ টি মাছ ধরা ট্রলার ও ১০ টি বেহুন্দী জালসহ ২৫ জেলে আটক

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২১
বঙ্গোপসাগরে ৩ টি মাছ ধরা ট্রলার ও ১০ টি বেহুন্দী জালসহ ২৫ জেলে আটক

Sharing is caring!

বঙ্গোপসাগরে ৩ টি মাছ ধরা ট্রলার ও ১০ টি বেহুন্দী জালসহ ২৫ জেলে আটক

স্টাফ রিপোর্টার, মোঃ শাহাবুদ্দিন:

কলাপাড়ায় উপজেলায় বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৩ টি মাছ ধরা ট্রলার ও ১০ টি বেহুন্দী জালসহ ২৫ জেলেকে আটক কেরেছে নিজামপুর কোষ্টগার্ড। শুক্রবার
সকালে উপজেলার আন্ধারমানিক নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও ট্রলার জব্দ করা হয়। তিন ট্রলার মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ ১৬ জুলাই  দুপুর ১২ঃ০০ ঘটিকায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং নিষোধাজ্ঞা কালীন সময়ে মাছ ধরবেনা এ মর্মে মুচলেখা রেখে জেলেদের ছেরে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, নিজামপুর কোষ্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং ও উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী অফিসার মহাসিন সহ কোষ্টগার্ডের সদস্যবৃন্দ।