Sharing is caring!
রুহিয়া’য় মাদরাসা ছাত্রী গণধর্ষনের শিকার – গ্রেফতার ১
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নে ৫ম শ্রেনীর এক মাদরাসা ছাত্রী গণধর্ষনের শিকার – গ্রেফতার একজন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৩ জুলাই) সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর শিমুলতলা এলাকার নুরজামাল বুড়ার নাতনী বাড়ির পাশে ছাগল আনতে যাচ্ছিল। পথিমধ্যে শিমুল তলী বাজারের বৈদ্যুতিক যন্ত্রাংশের দোকানদার রওশন রায় (৩৬) আলমগীর হোসেন(২৫), উত্তম কুমার রায়(২২) ও অনাথ রায় (৩৬) মেয়েটিকে ডেকে রওশনের দোকানের ভীতরে নেয়। একপর্যায়ে রওশন ও আলমগীর মেয়েটিকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে। অপর ২ জন উত্তম কুমার ও অনাথ রায় বাইরে পাহারা দেয়। মেয়েটি কোনমতে চিৎকার দিলে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিত মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে (মামলা নং-০৩ তারিখ ১৫/৭/২১)।
এ ঘটনায় পুলিশ এজাহারনামীয় আসামী গৌরলাল প্রসাদের ছেলে উত্তম কুমার রায় (২২) কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধর্ষিত মাদরাসা ছাত্রী সদর উপজেলার তেলিপারা মহিলা দাখিল মাদরাসার ৫ম শ্রেনীর ছাত্রী বলে জানা যায়।
রুহিয়া থানার ওসি চিত্ত রন্জন রায় জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হয়েছে এবং একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।