২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাফলং বিট থেকে বনের রাজা জহিরুলকে প্রত্যাহার ও ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

admin
প্রকাশিত জুলাই ৫, ২০২১
জাফলং বিট থেকে বনের রাজা জহিরুলকে প্রত্যাহার ও ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

Sharing is caring!

জাফলং বিট থেকে বনের রাজা জহিরুলকে প্রত্যাহার ও ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

গোয়াইনঘাট প্রতিনিধি :

জাফলং বিট এর কর্মকর্তা জহিরুল ইসলাম রাজুর অনিয়ম ও তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে জাফলং বিট থেকে প্রত্যাহার করা হয়েছে।
সিলেটের সারি রেঞ্জের জাফলং বন বিটের কর্মকর্তা জহিরুল ইসলাম রাজুর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগের ব্যাপারে জৈন্তাবার্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে শনিবার সংবাদ এবং ভিডিও প্রকাশ হওয়ায় তাকে জাফলং থেকে ক্লোজ করা হয়েছে।
বিট কর্মকর্তা জহিরুল ইসলাম রাজুর অপকর্ম নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে শনিবার রাতে এবং রবিবার সংবাদ প্রকাশিত হয়। বিভিন্ন অনলাইন মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তিনি বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে তিনি সাংবাদিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকদের ম্যানেজ করেন।
এসব সংবাদ প্রকাশের পর বিভাগীয় বন কর্মকর্তা তাকে জাফলং থেকে ক্লোজ করেন। তার এসব অনিয়ম তদন্তের জন্য প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।