Sharing is caring!
এল জি ই ডি মহিলা কর্মীদের দিয়ে রাস্তার দুই ধার বাধা হচ্ছে মাটি দিয়ে
মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ থেকেঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদ্প্তর এল জি ই ডি
প্রকল্প ৫ বছরের প্রকল্পে প্রতিটা উপজেলায়, প্রতিটা ইউনিয়নে। ১০- ১২ জন মহিলা কর্মি নিয়ে পাকা রাস্তার দুই ধার মাটি দিয়ে সংস্কার কাজ করা হচ্ছে।
বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ৪ নং ওয়াড সেকেন্দ্রাবাদ পূবর্পাড়া গ্রামে রাস্তার পাশে মাটি দিয়ে সংস্কার কাজ চলছে। আমি সজমিনে মহিলাদের সাথে কথা বললে, তারা জানান অনেক সময় মাটি কাটতে গিয়ে অনেক কথা শুনতে হয় লোকদের। কেউ আবার রাস্তার পাশে থাকা জমি থেকে মাটি নিতে দেয় না। আমি বললাম আপনারা আপনাদের উপর মহলে বলেন, তারা বলে যে বলছি, তারা বলে যে কেন দিবে না। যে সময় স্যার আছে সেই সময় ঐ জমির মালিক থাকে না। তখন আমাদের কিছু করার থাকে না।
তবে আমি আর একটা জিনিস দেখলাম তারা মাটি কোন কোন জায়গায় দিচ্ছে আবার কোন কোন জায়গায় দিচ্ছে না। তবে তাদের বললাম এই ভাবে কাজ ফাকি দিয়ে টাকা নেয়া ঠিক হচ্ছে তারা কোন কথা বলে না। আমি অনুরোধ করবো এল জি ই ডি প্রকল্পে যারা দায়িত্ব আছেন। আপনারা সঠিক ভাবে যাচাই বাচাই করে কাজ গুলো স্ব শরীরে পরির্দশন করার জন্য অনুরোধ রইলো।