২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে গাঁজার গাছসহ মাদকসেবী আটক

admin
প্রকাশিত জুন ৭, ২০২১
শিবগঞ্জে গাঁজার গাছসহ মাদকসেবী আটক

Sharing is caring!

শিবগঞ্জে গাঁজার গাছসহ মাদকসেবী আটক

মোঃ জান্নাতুল নাঈম ; বগুড়া শিবগঞ্জ থেকে:

বগুড়ার শিবগঞ্জে গাঁজার গাছসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বেলাল, এসআই ইমরান, এএসআই উজ্জল রবিবার বিকালে উথলী গ্রামে অভিযান চালিয়ে একটি কলা বাগান থেকে উথলী পশ্চিমপাড়া গ্রামের মৃতঃ বনজের আলীর ছেলে জান্নাতুল নায়েম (৩০) কে আটক করে। পরে কলাবাগান থেকে একটি গাঁজার গাছ সহ তাকে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত নায়েম প্রতিদিন ওই কলাবাগানে মাদক সেবন করতো। সে গোপনে ওই কলা বাগানের ভিতর গাঁজার গাছ লাগিয়ে দেখাশোনা করে আসছিল। খবরটি স্থানীয় লোকজন জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে রবিবার বিকেলে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ নায়েমকে গ্রেফতার করে। এ ব্যাপারে নায়েমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।