Sharing is caring!
হরিরামপুরে ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জের হরিরামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের অায়োজনে পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খেলোয়াড় বাছাই ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা অাওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা দেওয়ান সাইদুর রহমান।
এ সময় অারও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম বাবু, উপজেলা অাওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান অাব্দুর রব, জেলা পরিষদের সদস্য শামীমা আক্তার চায়না, হরিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অাবুল বাশার সবুজ, উপজেলা যুবলীগের যুগ্ম অাহ্বায়ক মোল্লা মো. ফরিদ, দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন মৃধা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিয়াস চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা সুজন প্রমুখ।