Sharing is caring!
কষ্টের রানী
রোকসানা রহমান
ওগো কষ্টের রাণী
সেই কোন প্রভাতে,
তোমার দরজার আড়ালে দাঁড়িয়ে
ডাকিতেছি আপন মনে!
মিলবে কি সাড়া?!
দেখো দেখো গোলাপ, বকুল, জুঁই চামেলি
দুহাতে এনেছি কুড়িয়ে।
পুজো দিতে যাইনি আমি
কোন মন্দিরে।
ফুল হাতে এসেছি তোমার দর্শনে।
তবু কি অভিমানে ফিরিয়ে দেবে আমায়??!
যাবো আমি.. যেতে হবে
শুধু একবার দেখো।
তোমার ফেলে আসা ভালোবাসা
অযত্নে অবহেলায়
নীল হয়ে গেছি,
কিন্তু শেষ হয়ে যাইনি।
বহু কাল বহু রজনী শেষে
পারবে কি ভুলতে??
দেখো দেখো ভিখারীর বেশে,
কত শত দ্বার খুজে,এ
সেছি তোমার তরে।
তুমি পারলে ফেরাতে আমারে??
পারবে কি আমার ভালোবাসা ভুলিতে??
এতটা ভুলতে যেওনা..
যাতে তোমাতে আর আমি রবোনা।।।
তাহলে তোমার হৃদয়ে আমি
তুমি হয়ে রবোনা!