Sharing is caring!
জয়পুরহাটের সাংবাদিক আঃ রাজ্জাকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খুলনায় এক প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি :
খুলনায় সাংবাদিক নির্যাতন বিষয় নিয়ে এক প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের খুলনা বিভাগীয় কমিরি সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুল মজিদের সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় সংগঠনের খুলনা বিভাগীয় অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন সংগঠনের মহাসবি ও ঢাকা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আওরঙ্গজেব কামাল।
তিনি এ সময় বলেন সাংবাদিকরা ঐক্যবদ্ধ না হলে কখনো সাংবাদিকরা মিথ্যা মামলা,নির্যাতন ও হয়রানীর হাত থেকে রক্ষা পাবেন না। এ সময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব সৈয়াদ মনিরুল ইসলাম হিরো। তিনি এ সময় বলেন,বর্তমান সরকারের সময়ে ডিজিটাল মিডিয়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। ফলে এখন সাংবাদিকদের আরো দায়ীত্ব নিয়ে কাজ করতে হবে। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক এম রোমানিয়া,একুশে টিভির ষ্টাফ ক্যামেরা পার্সন শেখ মোঃ জুয়েল,দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন-মহাসবি ও দৈনিক গনতদন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোটৃার এস এম মনিরুজ্জামান,সাংবাদিক গাপ্ফার বাবু,এ্যাড. মোঃ আব্দুল হাকিম,বিএম মামুন,মোঃ হারুনুর রশিদ, এ কে কুদ্দুস,মোঃ আজমল আজিম সোহেল প্রমুখ। এ সময় বক্তারা দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ এর জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে মিথ্যা যড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবী জানান।