Sharing is caring!
বিশেষ প্রতিনিধিঃ
ফেনীর ডেঙ্গু রোগীদের চিকিৎসার সকল খরচ বহনের দায়িত্ব নিয়েছেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, তিনি বলেন বাংলাদেশের ৬৫ জেলার মধ্যে ৬২টি জেলায় দিন দিন ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। সারাদেশের তুলনায় ফেনীতে এডিস মশার প্রাদুর্ভাব অনেকটা কম।তাই বলে ফেনীর জনগণ ঘরে বসে থাকলে হবে না এই জন্য সবাই কে সচেতন হতে হবে।তিনি আরো বলেন কারো শরীরে জ্বর দেখা দিলে এই নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান।
গতকাল তিনি ফেনী সদর হাসপাতালে সর্বস্তরের রোগীদের জন্য ২০০টি মশারী দান করার ঘোষণা দিয়েছেন।
এবং আমাদের সবাইকে বিভিন্ন গুজবে কান না দিয়ে সবাইকে যার যার বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে ফেনী শহরের একটি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আক্তারুজ্জামান সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।