২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আনন্দদায়ক খেলা জেনো ঘ্যেগার বাজারে

admin
প্রকাশিত আগস্ট ২, ২০১৯
আনন্দদায়ক খেলা জেনো ঘ্যেগার বাজারে

Sharing is caring!

 

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা প্রতিনিধি
খেলা খেলা খেলা, এই সেই খেলা যার নাম পাতা খেলা।
শুক্রবার বিকাল তিন ঘটিকায় সাদুল্ল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘ্যাগার বাজারে পাতা খেলা অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানটি উদ্ভোধন করেন, অত্র ইউনিয়নের সুনামধন্য চেয়্যারমান মোঃ নুর-আজম মন্ডল নিরব, সাদুল্ল্যাপুর থানার সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ।
সেখানে আরো অনেক বিশেষ বর্গ উপরিস্থ ছিলেন।
খেলাটি পরিচালনা করেন অত্র এলাকার ফকির মোঃ আঙ্গুর মিয়া ও এলাকার যুব দল।
আনন্দদায়ক খেলাটির আহবায়ক মোঃ নান্টু মিয়া, ঘ্যাগার বাজার স্ট্রিল ফার্নিচার।