২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খানসামায় ঈদ উপহার নিয়ে অসহায়দের বাড়িতে ফেসবুক গ্রুপ “প্রিয় খানসামা”

admin
প্রকাশিত মে ১৩, ২০২১
খানসামায় ঈদ উপহার নিয়ে অসহায়দের বাড়িতে ফেসবুক গ্রুপ “প্রিয় খানসামা”

Sharing is caring!

খানসামায় ঈদ উপহার নিয়ে অসহায়দের বাড়িতে ফেসবুক গ্রুপ “প্রিয় খানসামা”

 

 

মোঃ জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ-

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতরে অসহায়দের মাঝে দিনাজপুরের খানসামা উপজেলায় ‘প্রিয় খানসামা’ নামে ফেসবুক গ্রুপের পক্ষ থেকে প্রতিবন্ধী, বিধবা, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, গৃহকর্মী সহ ২১৫ টি অসহায় পরিবারের বাড়িতে গিয়ে গিয়ে ঈদ সামগ্রীর প্যাকেট পৌঁছে দিচ্ছে ‘প্রিয় খানসামা’ নামের একটি ফেসবুক গ্রুপ।

বুধবার (১২ মে) সকালে বিতরণ কর্মসূচী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গ্রুপের প্রধান এডমিন ও সাংবাদিক এস.এম.রকি এবং পরে গ্রুপের মডারেটর ও ভলান্টিয়াররা বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রীর প্যাকেট পৌঁছে দিয়েছেন।

জানা গেছে, ২০১৮ সালের এপ্রিল মাসের শেষের দিকে “প্রিয় খানসামা”নামে ফেইসবুক গ্রুপটি আত্মপ্রকাশ করে।

এরপর তারা অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ,ফ্রী ব্লাড গ্রুপিং,সেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে।এ বারের রমজান মাসে তারা পুরো মাস ব্যাপি ইফতার সামগ্রী বিতরণ করে।

গ্রুপের প্রধান এডমিন দৈনিক হাওয়া পত্রিকার প্রতিনিধিকে জানান,এবারের ঈদ উপহার প্যাকেটে সেমাই, চিনি, দুধ, শাড়ী-লুঙ্গী ও ছোট বাচ্চার কাপড় দেয়া রয়েছে।

এবং আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের ইচ্ছা শক্তি থেকে মানবিক ও ভালো মানুষদের সহায়তায় এই কাজটি করতে সম্ভব হয়েছি।
আগামীতে এরকম মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন মোকছেদুল ইসলাম ও লায়ন ইসলাম, মডারেটর নাঈম হাসান, অশোক রায় জয়, জে আর জামান, আশরাফুল রিফাত, রতন রায় অভি, মারুফ হাসান রিফাত ও শাহরিয়ার রহমান সুমন।