Sharing is caring!
সেকেন্দ্রাবাদ পূর্বপাড়া জামে মসজিদে নফল ইবাদতের মাধ্যমে পালিত হয় শবে কদর
মোঃ জান্নাতুল নাঈমঃ-
বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ পূর্বপাড়া জামে মসজিদে
নফল ইবাদত, নামাজ, কুরআন তেলোয়াত, জিকির সহ সাড়া রাত জেগে পালন করা হবে শবে কদর
সকল মুসলমানগন নিজ নিজ বাসায়, বা মসজিদে সাড়া রাত জেগে ইবিদাতে শামিল থাকে। আল্লাহর কাছে ক্ষমা চায়।
ইসলাম ধর্মে বলা হয়েছে, অন্যান্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের এই রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এ কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অতুলনীয়।
হাদিস শরিফে আছে, যে কোনো বিজোড় রাত,২১,২৩,২৫,২৭,২৯ কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত।
শবে কদরের এ রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে কোরআন শরিফে ‘আল-কদর’ নামে একটি সুরাও নাজিল করা হয়। হাদিস ও কোরআন থেকে বক্তব রাখেন অত্র মসজিদের খতিব হাফেজ মোঃ হারুনুর রশিদ।
পুরো বিশ্ব থেকে যেন করোনা নামক ভাইরাস চলে যায়, পৃথিবীর মানুষ যেন শন্তিতে বসবাস করতে পারে। এবং তিনি আরো বলেন,
বর্তমানে বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আল্লাহ আপনি হেদায়েত দান করুন।
তিনি বলে আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।