Sharing is caring!
পশ্চিম কালিনগর সমাজবাসীর উদ্যোগে ইনসাফ সিরাত প্রতিযোগিতা সম্পন্ন।
ইব্রাহীম আলী, গোয়াইনঘাট প্রতিনিধিঃ-
পশ্চিম কালিনগর ইনসাফ সিরাত প্রতিযোগিতা আজ শনিবার ২৫ রামাদান সম্পন্ন হয়। পরিক্ষায় অংশগ্রহণকারী স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ইতিবাচক মননশীলতার মুক্তির বিকাশ ও উন্নত চরিত্র গঠনের সর্বোত্তম পন্থা ইসলামি মূল্যবোধ এক অনন্য নৈতিকতার মাপকাঠি মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী (সাঃ) এর আদর্শ ও অতি মানবীয় গুণাবলিতে, সমৃদ্ধ জীবনব্যবস্থা অনুসরণে।
ইনসাফ পশ্চিম কালিনগরের উদ্যোগে সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইনসাফ কর্তৃক নির্দেশিত কিতাব প্রশ্ন তৈরি করা হবে। সঠিক প্রশ্নের উত্তরদাতাদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ১ম পুরস্কারঃ ৫০০০টাকা।
২য় পুরস্কারঃ ৩০০০ টাকা।
৩য় পুরস্কারঃ ২০০০ টাকা শিশু এছাড়াও পরিক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার লক্ষে পশ্চিম কালিনগর ইনসাফ কর্তৃক আয়োজিত একটি ভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। ইনসাফ কর্তৃক আয়োজিত সভাপতি, দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ ফয়সল।
রামাদান উপলক্ষে আয়োজনে ইনসাফ পশ্চিম কালিনগর সমাজবাসীর আমাদের পাশাপাশি যথেষ্ট ভালো উদ্যোগ নিয়েছে তাই আমরা আজ খুব সহজেই সম্পন্ন করতে সক্ষম হয়েছি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পশ্চিম কালিনগর ইনসাফ কর্তৃক আয়োজিত সভাপতি,মোঃ দেলোয়ার হোসেন। ।