২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রংপুর টু সুন্দরগঞ্জ রোডের বেহাল অবস্থা

অভিযোগ
প্রকাশিত মে ৭, ২০২১
রংপুর টু সুন্দরগঞ্জ রোডের বেহাল অবস্থা

 

রংপুর টু সুন্দরগঞ্জ রোডের বেহাল অবস্থা

 

 

মোঃ শামীম ইসলাম, স্টাফ রিপোর্টারঃ-

ঐতিহ্যবাহী দেবী চ‍ৌধুরানী বাজার এর মধ্যস্ত রংপুর টু সুন্দরগজ্ঞ রোডের বেহাল দশা। এখানে প্রতিনিয়ত দূঘটনা সংঘঠিত হচ্ছে।

তারপর ও কতৃপক্ষের দৃষ্টিতে পরছে না। প্রতিনিয়ত ঘটছে দূঘটনা। বৃষ্টি পানি জমে থাকায় রাস্তার গাড়ী চালক রোডের ভাল মন্দ দিক বিবেচনা করতে পারছে না বলে দাবি করেন এক ভুক্তভোগী অটোরিকশা চালক।

সরেজমিনে প্রত্যক্ষ ভাবে খোঁজ নিলে দেখা যায় গত কয়েক দিন থেকে বৃষ্টির কারনে রাস্তার মধ্যে পানি জমে থাকে এতে করে গাড়ি চলাচলে সমস্যা হয়। এবং নতুন ড্রাইভারদের রাস্তার সম্পর্কে পূর্বের অভিজ্ঞতা না থাকায় পরতে হয় দূঘটনার মধ্যে।

চৌধুরীরানী বাজার একটা ব্যবস্থাতম জায়গা সোনালী ব্যাংক এর সামনে রাস্তার বেহাল অবস্থা দূতগতীতে সমাধান চান ভুক্তভোগী গাড়ী চালক ও সাধারন জনতা।

উন্নয়ন এর রোল মডেল হিসেবে কাজ করছে সরকার কিন্তু গ্রামীন জনপদের রাস্তার এই বেহাল দশায় নজর এরিয়ে চলছেন দারিক্তরত কর্মকর্তারা।

তাই প্রশাসনের নিকট আকুল আবেদন করছি বাস্ততম এই রোডটির মধ্যে চৌধুরানী সোনালি ব্যাংক এর সামনের জায়গাটা ভাল করার ব্যাবস্থা করার জন্য।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30