২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের পাকা সড়ক গুলো কৃষকের দখলে, দেখার কেউ নেই!

admin
প্রকাশিত মে ৭, ২০২১
শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের পাকা সড়ক গুলো কৃষকের দখলে, দেখার কেউ নেই!

Sharing is caring!

 

শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের পাকা সড়ক গুলো কৃষকের দখলে, দেখার কেউ নেই!

 

মোঃ জান্নাতুল নাঈম,শিবগঞ্জ (বগুড়া) থেকেঃ-

বগুড়া শিবগঞ্জ উপজেলার ইউনিয়নের গ্রামগুলোতে পাকা রাস্তায় খড় শুকানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক কৃষাণীরা।

এক দিকে বৈরী আবহাওয়া অপর দিকে জায়গা সংকট হওয়ায় বাধ্য হয়ে কৃষক কৃষাণীরা পাকা রাস্তায় খড় শুকাচ্ছে। তাদের পাকা সড়ক এখন ভরসা।

বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় উপজেলার প্রতিটি গ্রামের পাকা সড়ক দখল করে শুকানো হচ্ছে খড়। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিনে কৃষক কৃষানীরা ব্যস্ত থাকে খড় শুকাতে।

সেকেন্দ্রাবাদ পূর্বপাড়া এলাকার অনেকে বলেন,বাড়ীতে খড় শুকানোর স্থান না থাকায় বাধ্য হয়ে পাকা সড়কে তা শুকাতে হচ্ছে। তারা আরো বলেন,গত কয়েকদিন ধরে আকাশের যা অবস্থা কখন যে বৃষ্টি আসে তার নাই কোন ঠিক ঠিকানা।

পরিবারের সবাই একসাথে কাজ করছি। সিএনজি এবং অটোভ্যান, মটোরসাইকেল চালকরা বলেন পাকা সড়কে এভাবে খড় শুকানোর ফলে সড়কে চলাচলকারী সকল যান বাহন চলাচলে অসুবিধা হচ্ছে।

তারা বলেন পুরো রাস্তায় খড় দিয়ে রাখছে বোঝার বুদ্ধি নাই, কোথায় রাস্তা খারাপ, ঢালু, ও উচু, তাই তারা গাড়ি চালতে বিপাকে পড়ছে বলে জানান
অনেকে বলেন খড় শুকানো হচ্ছে এতে একটু হলেও যানবাহনের চলাচলের অসুবিধা হচ্ছে কয়েকদিন হবে তবে কৃষকদের ধান ও খর শুকানো হলে। তার পর আবার আগের মতো রাস্তায় যানবাহন চলাচল ভালো হবে।