Sharing is caring!
মো.তোফাজ্জল হায়দার, দিনাজপুর প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে চলে আসা রাস্তাকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের বিরোধ এলাকাবাসীর সমন্বয়ে তাদের চাওয়ায় মিটিয়ে দিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন ৷ এভাবেই জনগণের সেবা দিয়ে যাচ্ছেন তিনি৷ সামান্য রাস্তা নিয়ে রফিকুল ও ললিত এর মধ্যে বিরোধ চলে আসছিল যা বৃহস্পতিবার দুপুর ২ টায় বীরগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের চাওয়ার কারণে উভয় পক্ষের সম্মতিক্রমে মীমাংসা হয়৷ ১০নং মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামের জফুর আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম ও অপরপক্ষে মৃত কিরণ চন্দ্র সেনের ছেলে ললিত সেন মধ্যে তাদের বিরোধ ছিল আসছিলো দীর্ঘদিনের ধরে। যা বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, এএসআই রাশেদ, এএসআই মিজান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক রণজিৎ সরকার রাজ ও সাংবাদিক বিকাশ ঘোষ উপস্থিত থেকে স্বয়ং এ বিরোধ মীমাংসা করে দেন ৷ উভয় পক্ষ এখন অনেক আন্তরিক এবং তারা আর এ বিষয় নিয়ে কোন ঝুট ঝামেলা বা গন্ডগোলে যাবেন না বলেও জানান ৷ এটি নিঃসন্দেহে জনবান্ধব পুলিশিং এর উজ্জ্বল দৃষ্টান্ত করায় বীরগঞ্জবাসী থানা অফিসার ইনচার্জ সাকিলা পারভীন সহ পুলিশ অফিসারদের সাধুবাদ জানিয়েছেন ।