৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি

খুলশী এলাকায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ১, ২০১৯

Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ– খুলশী থানাধীন নীলাচল হাউজিং জামে মসজিদ এলাকা থেকে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার(১আগস্ট ) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে আবুল বশর (৪৫) নামে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সাংবাদিক দের জানান, বশর ডাকাতের বিরুদ্ধে নগর সহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, বিস্ফোরক ও অস্ত্র মামলা সহ আটটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অনেকদিন ধরে অভিযান চালিয়ে আসছিল। তিনি বলেন, ‘বশর ডাকাত আঁধারমানিক কাঠালবাগান এলাকায় আত্মগোপনে ছিল। অভিযান চালিয়ে তাকে আটকের সময় একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’