২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

কিস্তির চাপে বাবার আত্মহত্যা, পরিবারের পাশে বরমী বাজারে ব্যবসায়ী ২ ভাই

admin
প্রকাশিত মে ৪, ২০২১
কিস্তির চাপে বাবার আত্মহত্যা, পরিবারের পাশে বরমী বাজারে ব্যবসায়ী ২ ভাই

Sharing is caring!

কিস্তির চাপে বাবার আত্মহত্যা, পরিবারের পাশে বরমী বাজারে ব্যবসায়ী ২ ভাই

 

 

রাকিবুল হাসান,শ্রীপুর (গাজীপুর) থেকেঃ-

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে ০১ নং ওয়ার্ডের বাসিন্দা কিস্তির চাপে তিন সন্তানের বাবার আত্মহত্যা রুবেল সরকার (৩৫) এর পরিবারের পাশে বরমীর বাজারে ব্যবসায়ী ২ ভাই জনাব মাহমুদুল হাসান নাঈম ভূঁইয়া ও রাকিবুল ইসলাম ভূঁইয়া।

 

০৩ মে ২০২১ ইং সোমবার সকাল ১১ টার দিকে নিহত রুবেল সরকার এর বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে বিস্তারিত ঘটনা শুনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
মাহমুদুল হাসান নাঈম ভূঁইয়া জানান, তিনি ও তার ছোট ভাই ,অসহায় পরিবারের ছোট ৩ টি বাচ্ছার পড়াশুনার দায়িত্ব নিতে চান। এ সময় তারা ২ ভাই বাচ্ছাদের সাথে দেখা করে এবং তাদের হাতে ঈদে প্রয়োজনী ঈদ সামগ্রি ও কিছু অর্থ সহায়তা প্রদান করেন।

নিহতরুবেল সরকার তেলিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডোমবাড়ীচালা গ্ৰামের বাসিন্দা ছিলেন। সে এনজিওর কিস্তি টাকা ব্যবস্থা করতে না পারায় আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রী ও এলাকাবাসীর অভিযোগ। রুবেল একজন সহজ-সরল ও শারীরিক প্রতিবন্ধী মানুষ ছিলেন। সে কঠিন কোন কাজ কর্ম করতে পারেনা বলে বাড়িতে স্বাভাবিকভাবে কৃষি কাজ করতেন।

রুবেল সরকার এর ছোট দুই শিশু ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে, সাংসারিক বিভিন্ন অভাব-অনটনের জন্য পিদিম ফাউন্ডেশন নামক একটি সমিতি হইতে ২২০০০/- টাকা ঋণ উত্তোলন করেন। কিস্তির টাকা পরিশোধ করার লক্ষ্যে সমিতির কর্মরত লোকজন চাপ সৃষ্টি করতে থাকে। গত ০১ মে ২০২১ ইং তারিখ কিস্তি পরিশোধ করার কথা ছিল রুবেলের। কিস্তির টাকা সংগ্রহ করতে না পারায় মনের দুঃখে কষ্টে শনিবার দুপুর অনুমান ১২:০০ টার সময় নিজ বাড়ীতে বিষ পানে আত্বহত্যা করেন।