১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রওশন এরশাদ

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রওশন এরশাদ

Sharing is caring!

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে রওশন এরশাদ

 

অভিযোগ প্রতিবেদন :: হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত নয়টার দিকে তাকে ভর্তি করা হয়।

পরিবার জানিয়েছে, তিনি রোজা রাখছিলেন। প্রচণ্ড গরমে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রওশন এরশাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হয়।

এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে।

তবে বর্তমানে রওশন এরশাদ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ছেলে ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ এরশাদ)।