Sharing is caring!
বগুড়ায় র্যাবের অভিযানে ৪১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৪
শাহজাহান আলী :: বগুড়ায় র্যাবের অভিযানে ৪১৭ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়রকী গ্রেফতার করা হয়।
রবিবার (২৬ এপ্রিল) সাড়ে ৮ টার দিকে বগুড়া সদরের লাহেপাড়া ইউনিয়নের বুগাইলপুর গ্রামের পীরগাছা- মাটিডালিগামী রাস্তায় শোলাগাড়ী নামক স্হানের একটি ব্রিজের উপর থেকে ৪১৭ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফাতার করা হয়।
গ্রেফতারকৃত ৪জন মাদক ব্যবসায়ী হলো-
লক্ষীপুর জেলার আকিলপুর থানার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মনির হোসেন(৩২),দিনাজপুরের বিরামপুর থানার বিপিল মাগুড়াপার মৃত মোকলেছার রহমানের ছেলে বাদল রহমাম (২৭), বুজরু বালশিরার মৃত হাবিবর রহমানের ছেলে ওবায়দুল (৩০), শিয়ালার দেলোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (২১)।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান ওই ৪জন ৪১৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
এ সময় মাদক বহনকারী একটি পিকআপ ( ঢাকা মেট্রো ন-১৫-৯২১৯),৬টি মোবাইল, ৯টি সীমকার্ড ও নগদ ২৮০০টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, গ্রেফতার হওয়া ওই ৪জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।