১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

লক্ষ্মীপুরে ১টি এলজি ও ২টি কার্তুজসহ ডাকাত আনু গ্রেফতার

অভিযোগ
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১
লক্ষ্মীপুরে ১টি এলজি ও ২টি কার্তুজসহ ডাকাত আনু গ্রেফতার

লক্ষ্মীপুরে ১টি এলজি ও ২টি কার্তুজসহ ডাকাত আনু গ্রেফতার

 

মোঃ আরিফ হোসেন,লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ-

লক্ষ্মীপুর মডেল থানার মামলা নং-১৭,ধারা-৩৯৫ পেনাল কোড এর তদন্তে প্রকাশিত আসামী আনোয়ার হোসেন আনুকে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক, জাফর আহাম্মদ চট্টগ্রাম হইতে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামী আনোয়ার হোসেন প্রঃ আনু (২৩), পিতা-মৃত মফিজ উল্যা, সাং-শিবপুর (জুলুসের বাড়ী প্রঃ বৈরাগীর বাড়ী), থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুরকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ডাকাতি মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে।

জিজ্ঞাসাবাদে আসামী আরো জানায় যে, সে ও তাহার সহযোগী অপর ডাকাত, ডাকাতি সংঘটন কালে একটি অস্ত্র ও ২টি কার্তুজ ব্যবহার করিয়াছে।

পরবর্তীতে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম (সেবা) মহোদয়ের সার্বিক তত্ত্ববধায়নে, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের দিক নির্দেশনায়,পুলিশ পরিদর্শক জাফর আহাম্মদ, শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মুহাম্মদ কাওসারুজ্জামান, লক্ষ্মীপুর মডেল থানায় কর্মরত এএসআই মোঃ নুরুল করিম চৌধুরী, সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ২৫-০৪-২০২১ তারিখ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পৌরসভা ১১নং ওয়ার্ডস্থ আটিয়াতলী গ্রামের মিয়া জান পাটোয়ারী বাড়ীর আলী আকবর (৮০), পিতা-মৃত আমিন উল্যার জমিনের দক্ষিন পার্শ্বে কিনারায় গাছের চিপা হইতে আসামী আনোয়ার হোসেন প্রঃ অানু এর দেখানো মতে ও তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১টি এলজি ও ২টি কার্তুজ উদ্ধার করেন। পরবর্তীতে আসামী আনোয়ার হোসেন প্রঃ আনুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী আনোয়ার হোসেন প্রঃ আনু এর বিরুদ্ধে একাধিক অস্ত্র, ডাকাতি, খুন ও মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30