Sharing is caring!
শিবগঞ্জে জমি থেকে শসা চুরিকে কেন্দ্র করে বৃদ্ধকে মারপিট।
মোঃ জান্নাতুল নাঈম,শিবগঞ্জ (বগুড়া) থেকেঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার পোদ্দারপাড়া গ্রামে জমি থেকে শসা চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ এক বৃদ্ধকে বেধরক ভাবে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার উপজেলার বিহার ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের মুনছের আলীর ছেলে মোস্তাকের শসার জমি থেকে শসা চুরি অভিযোগ এনে একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে মুক্তার কে প্রতিপক্ষরা এলোপাথারী ভাবে মারপিট করে।
এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল ৮টার দিকে ২য় দফায় একই গ্রামের বৃদ্ধ মকবুল হোসেন (৮২) কে প্রতিপক্ষরা লোহার রড ও লাঠি-শোটা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে আহত করে।
বর্তমানে বৃদ্ধ শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে আহত বৃদ্ধ মকবুল হোসেন বলেন, রাতে তারাবী নামাজ শেষে জমি থেকে শসা চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় আমি ও গ্রামের লোকজন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু পরের দিন সকালে হঠাৎ করে জমির মালিক তার লোকজন নিয়ে আমাকে লাঠি-শোঠা ও লোহার রড দিয়ে মারপিট করে আহত করে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।