Sharing is caring!
সত্যের সাথে আগামী দিনের পথে বরমী সোসাইটি গ্রুপটি নিঃস্বার্থভাবে মানব সেবা করে যাচ্ছে
রাকিবুল হাসান, শ্রীপুর (গাজীপুর) থেকেঃ-
বরমী সোসাইটি গ্রুপ এডমিনের একান্ত সাক্ষাৎকার এ তিনি বলেন, সহৃদয়তার গুনগুলো মানবিক গুন,এবং এই গুনগুলোর সচেতন চর্চাই মানবতা।
কাজেই মানবতা হচ্ছে সেই অর্জিত গুন, যেটা মানুষের মানবীয় সত্ত্বাকে উদার হতে নিরিহ মানুষের , কল্যাণমূলক কার্যকলাপে স্বতঃপ্রণোদিত হতে দয়াশীলও দানশীল হতে, সদাশয় মানুষের জন্য কাজে লাগিয়ে থাকে।
কোন ধর্মই মানবতার কথা বলেনা, কারন ধর্মমাত্রই মানব সম্প্রদায়কে খণ্ডিত ভাবে দেখে; ধর্মগুলো শুধুমাত্র সেই ধর্মে বিশ্বাসীদের অধিকার সমর্থন করে, সমগ্র মানব সম্প্রদায়কে এক দৃষ্টিতে দেখে না।
ধর্মগুলোর প্রতিরোধ সত্ত্বেও মানবিক চিন্তা আজ এগিয়েছে বলেই আজ বর্মী সোসাইটি গ্রুপটি সর্বদায় নিঃস্বার্থভাবে পাশে থাকবে
মানুষ মানুষে অর্থনৈতিক বিভেদের সুযোগে, একে অপরকে সাহায্য করার নামে দান করবার যে ধারনাকে মানবিকতার সাথে আজ যুক্ত করা হয়, সেই দাক্ষিণ্যের আত্মশ্লাঘাকে মহত্ত্ব মনে করা মোটেই মার্জিত রুচির পরিচয় নয়। মানবতার সাথে এর কোন যোগসুত্র নেই; কাউকে কিছু দিতে হলে দান হিসেবে নয়, উপহার হিসেবে দিতে হয়।কিন্তু বরমী সোসাইটি নামক গ্রুপের এডমিন কখনো বলেননি তিনি সাধারণ মানুষকে মানবতা দেখাচ্ছে।এসব গুণের কারণেই বরমী ইউনিয়ন এর কৃতি-সন্তান বরমী সোসাইটি গ্রুপের এডমিনকে সকল শ্রেণীর মানুষ মনেপ্রাণে ভালোবাসেন।
এবং তিনি তার নাম প্রকাশ করতে বারণ করেন, এ বিষয়ে গ্রুপ এডমিন এর কাছে জানতে চাইলে তিনি এক কথায় বলেন, হতদরিদ্র মানুষ এর পাশে দাঁড়াতে পারলে আমার ভালো লাগে কেননা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তারই ধারাবাহিকতায় আমি সামান্য চেষ্টা করে যাচ্ছি, এবং কোন রাজনীতির সাথে গ্রুপটি জড়িত না রাজনীতি যার যার সমাজসেবা সবার এবং আমার এই সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে, আমি সর্বস্তরের জনগণের কাছে আমার পরিবারের জন্য ও আমার জন্য দোয়া চায়।