১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

রামগঞ্জে অপরিকল্পিতভাবে মাছের চাষ, ভেঙ্গে পড়েছে সড়ক বিভাগের রাস্তা

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১
রামগঞ্জে অপরিকল্পিতভাবে মাছের চাষ, ভেঙ্গে পড়েছে সড়ক বিভাগের রাস্তা

Sharing is caring!

রামগঞ্জে অপরিকল্পিতভাবে মাছের চাষ,
ভেঙ্গে পড়েছে সড়ক বিভাগের রাস্তা

 

মোঃ আরিফ হোসেন,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ-

অপরিকল্পিতভাবে মাছ চাষের কারণে রামগঞ্জ সড়কবিভাগের প্রায় আধা কিলো ভেঙ্গে পড়েছে। বনবিভাগের কয়েক লাখ টাকার গাছ উজাড় হয়ে বিনষ্ট হয়েছে।

ঘটনা ঘটেছে উপজেলার ভাটরা ইউনিয়নের পাচঁরুখী- ভাটরা বাজার সড়কের মন্দার বাড়ির পূর্বে পাশে। সড়কবিভাগের প্রকৌলী ও রামগঞ্জ উপজেলা বনবিভাগের কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান সরকারী সড়ক ও বনবিভাগ বাগান উজাড়কারীর বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৎস্য চাষী মোহাম্মদ সোহাগ জানান সড়ক ও বনবিভাগের ক্ষতি তিনি করেননি। তিনি মৎস্য চাষ করার পূর্বে সড়কটি বেহাল অবস্থা ছিল।

দীর্ঘ সময়ে সড়কটি সংস্কার না করার কারণে সড়কও বাগানে গাছ হেলে পড়েন। স্থানীয়রা জানান সড়কটি ব্যস্ততম সড়ক।

এ সড়কে রাত-দিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করেন। সড়কের প্রায় ৪০% ভেঙে পড়ে যাওয়ায় পথচারী,ক্ষুদ্র,মাঝারীসহ ভারী যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করেন।

রাতের অন্ধকারে অনেক দুর্ঘনা ঘটছে বলেই অনেকে জানান।

স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন মিঠু জানান সড়কটি এমন সমস্যা দীর্ঘ সময়ে, সড়ক বিভাগ লক্ষ্মীপুর প্রধান প্রকৌলী সহ বনবিভাগ গত বছর ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কটি সংস্কার কথা জানালে কোন প্রদক্ষেপ নেননি।