২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

লক্ষ্মীপুর পৌরসভায় সরকারি খাল দখলে করে বহুতল ভবন নিমার্ণ

অভিযোগ
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১
লক্ষ্মীপুর পৌরসভায় সরকারি খাল দখলে করে বহুতল ভবন নিমার্ণ

লক্ষ্মীপুর পৌরসভায় সরকারি খাল দখলে করে বহুতল ভবন নিমার্ণ

 

মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুর থেকেঃ-

লক্ষ্মীপুর পৌরসভায় সরকারি খালের উপর অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে।লকডাউনে সরকারি অফিস বন্ধ থাকায় অবৈধ দখলদাররা সুযোগ লাগিয়ে একের পর এক সরকারি জায়গা দখল করে নিয়েছে। সরকারি কোনো আইন কানুন মানছে না এসব দখলদার।

লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডে জেলা জজকোর্ট এর পশ্চিম পাশে মাদম ব্রীজে সংলগ্ন এলাকায় রহমত খালি খালের ওপর অবৈধভাবে দখল করে বহুতল ভবন নিমার্ণ করতে দেখা যায়।

তার পাশেই রয়েছে এলজিইডি সড়ক। ভবনের চারদিকে সরকারি সম্পত্তি থাকার পরও জৈনক ব্যাক্তি (সেলিম) তার ব্যাক্তিগত সম্পত্তি বলে জানিয়েছে নিমার্ণ শ্রমিকদের।

এবিষয় ওই সম্পত্তির দাবিদার মালিক সেলিমের ব্যাক্তিগত পরিচয় জানতে চাইলে নিমার্ণ শ্রমিকরা তা জানাতে অপারগতা প্রকাশ করেন।

জানা যায়,সদর উপেজলার চররুহিতা ইউপির রসুলগঞ্জ গ্রামের মৃত আকবর মোড়লের ছেলে ছোবহান (৭০) পৌরসভার বাসিন্দা কথিত সেলিমের কাছ থেকে এ কাজের কন্টাক্ট নিয়েছে।

সেই সুবাধে কয়েকজন শ্রমিক মিলে নিমার্ণ করছে এই বহুতল ভবনটি। জৈনক সেলিমের বাসা জেলা মৎস্য ভবনের পিছনে।

এব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান,যদিও খালটি পানি উন্নয়ন বোর্ডের, তবে তা ১নং খাস খতিয়ান হওয়ায় জেলা প্রশাসকের লোকজন দেখাশুনা করবে। তারপরও এবিষয়ে লোকজন নিয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

এদিকে সদর উপজেলার ভূমি কর্মকর্তা মামুনর রশিদ জানান,খবর পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30