২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ডিমলায় অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার’র উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১
ডিমলায় অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার’র উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

Sharing is caring!

ডিমলায় অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার’র উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

 

 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ-

অদৃশ্য করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে পথচারী ও নিম্ন আয়ের মানুষদের মাঝে অর্ধ শতাধিক মাস্ক বিতরণ করেছে অনুসন্ধান মুলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রার স্টাফ রিপোর্টার রুহুল আমিন।

গতকাল শনিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলা সৃতি অম্লান চত্বর, রিক্সা-ভ্যান, অটো-বাইক স্ট্যান্ড, জামে মসজিদ মার্কেট চত্বরসহ বিভিন্ন পয়েন্টে পথচারীদের মাঝে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর রেজা, সাংবাদিক আসাদুজ্জামান পাভেল ও বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দরা।

জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ কর্মসূচির প্রশংসা করে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর।

সাংবাদিক জাহাঙ্গীর রেজা বলেন, (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা বেড়েই চলেছে। কিন্তু অনেকেই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলছেন না। ভাইরাস জনিত সংক্রমণ ও ধুলোবালি থেকে স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ডিমলায় পথচারীদের মাঝে অগ্রযাত্রা পত্রিকার পক্ষে রিপোর্টার রুহুল আমিন যে উদ্দ্যোগ নিয়েছেন সে জন্য তাকে অনেক ধন্যবাদ। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। সেই সাথে আমরা সবাই যদি সচেতন হই, আর যারযার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যে কোনও মহামারি থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব। করোনা সংক্রমণ মোকাবেলা করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।