Sharing is caring!
এতিমখানায় ইফতার করলো কেয়া স্টুডেন্ট ফোরাম
ফাহিম মুনতাসির,ব্রাহ্মণবাড়িয়া থেকেঃ-
কেয়া কসমেটিকস লিঃ কর্তৃক পরিচালিত, কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে চলমান ইফতার আয়োজনের অংশ হিসেবে এক ভিন্ন ধারার ইফতার আয়োজন করলো গত ২৩ এপ্রিল ২০২১ ( ১০ রমজান ১৪২৪ হিজরী ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম পাইকপাড়ায় মোহাম্মদী (সাঃ) এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সার্বিক নির্দেশনা ও তত্বাবধায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মুন্সী রাফি,সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম দপ্তর সম্পাদক ইফরান ভূইয়া সহ কার্যনির্বাহী সদস্যদের সহযোগিতায় এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
সেখানে এতিমখানা কতৃপক্ষ ও স্বেচ্ছাসেবক সদস্যরাসহ প্রায় অর্ধশতাধিক মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দোয়া মাহাফিলের ব্যবস্থা করা হয়।