২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেখ হাসিনাকে হত্যার হুমকি, প্রবাসীর বিরুদ্ধে লক্ষ্মীপুরে মামলা

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১
শেখ হাসিনাকে হত্যার হুমকি, প্রবাসীর বিরুদ্ধে লক্ষ্মীপুরে মামলা

Sharing is caring!

শেখ হাসিনাকে হত্যার হুমকি, প্রবাসীর বিরুদ্ধে লক্ষ্মীপুরে মামলা

 

মোঃ আরিফ হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:-

ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে আবু সাঈদ নামের এক সৌদি প্রবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি আবু সাঈদ লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড সাহাপুর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি বর্তমানে সৌদিতে অবস্থান করছেন।

এজাহার সূত্র জানায়, গত ৩ এপ্রিল আবু সাঈদ তার ফেসবুক আইডিতে লাইভে আসেন।

ছয় মিনিট ৫৯ সেকেন্ডের লাইভে তিনি বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে আপত্তিকর বিভিন্ন কথা বলেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দেন। ওই লাইভ ভিডিওতে বিভিন্ন মানুষ নানা আপত্তিকর মন্তব্য করেছেন। এটি পিপি জসীম উদ্দিনের নজরে পড়লে তিনি আবু সাঈদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নজরুল ইসলাম বলেন, আসামির ফেসবুক আইডি ফরেনসিকে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।