Sharing is caring!
পূবাইলে ফেনসিডিল পার্সেল দিতে গিয়ে দুই নারী আটক
আল-আমিন সরকার,পূবাইল প্রতিনিধিঃ-
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্টো থানার মাজুখান নিমতলী ব্রীজের পাশে ফেনসিডিল পার্সেল পৌছে দিতে গিয়ে শাবানা (৩২) ও নুপুর (৩৫) এর ভ্যানটি ব্যাগ তল্লাশি করে মিলেশে ২৫ বোতল ফেনসিডিল।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৫টার সময় পূবাইল থানার চৌকস সাব-ইন্সপেক্টর জামিল উদ্দিন রাশেদ, শুভ মণ্ডল ও মহিলা কনস্টবল পুলিশ কণা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়,পূবাইলের মাজুখান এলাকায় পার্সেল ডেলিভারি দেওয়ার সময় অভিযান কালে তাদের ভ্যানটি ভ্যাগ তল্লাশি করে শাবানার ব্যাগে ২০ বোতল ও নুপুরের ব্যাগে হতে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
আটককৃত শাবানা চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পারকুলা গ্রামের নুরুল হুদার স্রী ও নুপুর বেগম জয়পুরহাট জেলার পাচবিবি থানার দরগাপাড়া গ্রামের মৃত আরমানের স্রী,দুজনেই টঙ্গী পশ্চিমথানার সুরতরঙ্গ রোডের মঞ্জুর সরকারের বাড়ীর ভাটিয়া।অনেক দিন যাবৎ ঐ বাসা হতে বিভিন্ন মাদক স্পটে ফেনসিডিল সহ অন্যান্য মাদক পার্সেল বা হোমডেলিভারি দিয়ে আসছিল তারা।
পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হঁক ভূইঁয়া জানান,মাদক মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। যার পূবাইল থানা মামলা নং ১০,তারিখ ২১/০৪/২০২১ইং।