১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১
হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

Sharing is caring!

 

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

 

সাকিব আহমেদ,হরিরামপুর (মানিকগঞ্জ) থেকেঃ-

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দৈনিক সংবাদ ও আজকের পত্রিকার হরিরামপুর উপজেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি এবং সদস্য সচিব হিসেবে দৈনিক প্রতিদিনের সংবাদ ও সকালের সময়ের উপজেলা প্রতিনিধি আবিদ হাসান আবেদ মনোনীত হয়েছেন।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব ১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শুভংকর পোদ্দার এবং দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সজিব গুহ মজুমদার।

এছাড়া, সদস্য পদে দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি জ. ই. আকাশ, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক সবুজ নিশানের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দৈনিক মাতৃজগতের প্রতিনিধি মো. নুরুল আমিন, সাপ্তাহিক অগ্নিবিন্দুর প্রতিনিধি আবু সাই (সায়েম খান), দৈনিক লাখোকণ্ঠের প্রতিনিধি মো. শামীম মোল্লা এবং দৈনিক শীর্ষ বার্তার প্রতিনিধি সাকিব আহমেদ মনোনীত হয়েছেন

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাসসহ জেলার সাংবাদিকরা।