২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাগরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এম.পি টিটু

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০১৯
নাগরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এম.পি টিটু

Sharing is caring!

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন টাংগাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

আজ বুধবার উপজেলার বনগ্রাম,শাহজানী,পাইকশা মাইঝাল এলাকায় তিনি এ ত্রাণ বিতরন করেন।

সাংসদ টিটু সাংবাদিকদের বলেন,যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধির পরিমান এবার বেশি।বন্যার্তদের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রানের ব্যবস্থা করা হয়েছে। একজন মানুষও অভুক্ত ও খোলা আকাশের নিচে থাকবে না।নাগরপুরে পর্যাপ্ত ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে।শুধু সরকারই নয় মধুমতি ব্যাংকের মত অনেক বেসরকারী প্রতিষ্ঠান আজ বন্যার্তদের পাশে এসে দাড়িয়েছে।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ,ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার, উপজেলা আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন,সাধারন সম্পাদক ফারুক হোসেন এবং মধুমতি ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা।