Sharing is caring!
প্রার্থনা
রোখশানা রফিক
———
ঝোড়ো হাওয়ার সাথে মন আমার ছুটে যায় দূরের দিগন্তরে। যেখানে রংধনু মেশে সাগরের নীলিমায়। ছুটে যায় অসীমের পানে, যেখানে পূর্ণ থেকে পূর্ণতর রূপের বিভায় বিরাজমান সৃষ্টিকূল।
হে পূন্যাত্মা, তোমার মহিমায় ভাস্বর অনাদিকালের অমৃতকথা শোনাও আমার কর্ণকুহরে, বাজাও তোমার জয়ডঙ্কা গিরিশিখরের হিমাদ্রি নীলাম্বুতে। সাগর মেখলায় যেন বেজে ওঠে তোমার কন্ঠস্বর চরণমঞ্জীরের রুনুঝুনু নুপূর নিক্কনে।
অবশেষে যবনিকাপাত হোক সকল পাপরাশির। তোমার বিভায় আলোকিত হোক জগতের অন্ধকার। দূর হোক অমঙ্গল। দিকে দিকে সূচীত হোক আঁধারভেদী আলোর ঝলকানি, যেমন অন্ধকারের বুকচিরে উদ্ভাসিত হয় বিদ্যুৎবল্লরী, চকিত আলোর সুতীব্র সম্মোহনে। তেমনি বাজাও মোরে তোমার মোহন বীনার সুরে সুরে।।