২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাদল-সন্ধ্যা : রোখশানা রফিক

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১
বাদল-সন্ধ্যা  : রোখশানা রফিক

Sharing is caring!

বাদল-সন্ধ্যা

রোখশানা রফিক

মন ময়ুরী পেখম মেলেছে
বাদল ঘন কাজল সন্ধ্যায়,
সঘন মেঘ পুঞ্জে পুঞ্জে
ঈশান কোনে গরজায়।
ফুটেছে কেয়া, যুথী, কামিনী
সৌ্রভে প্রাণহারা,
মনের মাঝারে সুরের লহরী
আবেশে মাতোয়ারা।

থেকে থেকে আলোর আভা
বিজলী চমকায়,
তারি মন্দ্রমধুর স্বরে
বিরহিনী থমকায়।
এমনতরো বাদল দিনে
কে জানে তুমি কোথায়?
তোমারে চাহিয়া আঁখিকোনে মোর
অশ্রুবারি উথলায়।।